স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল, ২০২৪ ০৩:১৫

জাভির সিদ্ধান্তকে ‘সঠিক’ বলছেন কার্লো আনচেলত্তি

ছবি: সংগৃহীত

বার্সেলোনায় এ মৌসুম শেষে থাকছেন না, এমন ঘোষণা পর শেষমেশ অবস্থান পাল্টেছেন জাভি হার্নান্দেজ। দলটির কিংবদন্তি এ ফুটবলারের কোচ হিসেবে থেকে যাওয়ার এই সিদ্ধান্ত আলোচনার জন্ম দিয়েছে। এই আলোচনায় যোগ দিয়েছেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি।

আনচেলত্তি বলছেন, জাভির বার্সায় থেকে যাওয়ার এই সিদ্ধান্ত সঠিক। রিয়ালের ইতালিয়ান এই কোচের মতে, জাভি বার্সেলোনায় ভালো করছেন। এই ক্লাবটিকে তিনি চেনেনও ভালোভাবে।

৪৪ বছর বয়সী জাভি বার্সেলোনার সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তিবদ্ধ। তবে মাস তিনেক আগে মেয়াদ পূর্তির আগেই দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। গত কয়েক সপ্তাহের একাধিক সংবাদ সম্মেলনে তিনি বলে গেছেন, তার সিদ্ধান্ত বহাল আছে। বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, জাভি এ বছর যাচ্ছেন না। চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বার্সেলোনাতেই থাকবেন।

এ বিষয়ে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয়, জাভি বার্সেলোনায় ভালো করছে। সে এই ক্লাবকে খুব ভালোভাবে চেনে। আমার কাছে মনে হচ্ছে, ওর থেকে যাওয়াটা সঠিক সিদ্ধান্ত।’

চুক্তির চেয়ে একজন ব্যক্তির মুখের কথা বেশি গুরুত্ববহ কি না, জিজ্ঞেস করা হলে আনচেলত্তি বলেন, ‘কী চমৎকার প্রশ্ন। সবই গুরুত্বপূর্ণ। মানুষ নিজের অবস্থান পাল্টালে আমাদের সেটি সম্মান করতে হবে। সব লিখিত থাকে না। আমি ক্যারিয়ারে কতবার নিজের অবস্থান বদলেছি? এটা করা যায়।’

গত সপ্তাহে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালের মুখোমুখি হয়েছিল বার্সেলোনা, যেটিতে আনচেলত্তির দল ৩–২ ব্যবধানে জেতে। সেদিন লামিনে ইয়ামালের ‘প্রাপ্য গোল না দেওয়ায়’ ম্যাচটি আবার আয়োজনের দাবি করেছিলেন বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা। এ ধরনের মন্তব্যে রিয়াল কোচ বিরক্ত হয়েছেন কি না, জিজ্ঞেস করলে আনচেলত্তি বলেন, ‘না। এ মুহূর্তে কোনো কিছুই আমাদের প্রভাবিত করে না। মৌসুমটা আমরা ভালোভাবে শেষ করতে চাই। আর তিনি কী বলেছেন, সেটা সবাই দেখেছে। আমার কিছু বলার নেই। ওটা ওনার নিজস্ব মত। আমাদের ইতালিতে একটা কথা বলা হয়, বাতাসই কথা উড়িয়ে নেয়।’

৩২ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে শিরোপাদৌড়ে সবার সামনে রিয়াল, দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা ১১ পয়েন্ট পেছনে।

আপনার মন্তব্য

আলোচিত