সিলেটটুডে ডেস্ক

০৮ এপ্রিল, ২০২২ ১৫:৪৪

ইউক্রেনের রেলস্টেশনে রকেট হামলা, নিহত অন্তত ৩০

পূর্ব ইউক্রেনের ক্রামতোর্স্ক শহরের একটি রেলস্টেশনে রকেট হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক।

শহরের ওই রেলস্টেশনটি বেসামরিক নাগরিকদের উদ্ধারের জন্য ব্যবহৃত হচ্ছিল। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রেলস্টেশন কর্তৃপক্ষ আন্তর্জাতিক গণমাধ্যমে এসব তথ্য জানায়।

জার্মান সংবাদ সংস্থা ডয়চেভেলের খবরে বলা হয়, ওই রেলস্টেশনে দু’টি রকেট আঘাত হানে। পূর্ব ইউক্রেনের বিভিন্ন অঞ্চল থেকে বেসামরিক নাগরিকরা আশ্রয়ের জন্য এই রেলস্টেশন এসে জড়ো হয়েছিল।

ডোনেটস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানান, রেলস্টেশনে কয়েক হাজার মানুষ উপস্থিত ছিল। রকেট হামলার পর ডজন ডজন মানুষের মৃত্যুর খবর আসছে।

উল্লেখ্য যে, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযানের শুরুতে পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোর্স্কে হামলা চালিয়েছিল রুশ বাহিনী। কিয়েভসহ উত্তরাঞ্চলীয় প্রধান শহরগুলো দখলে ব্যর্থ হয়ে বর্তমানে রাশিয়া পূর্ব ইউক্রেনে হামলা জোরদার করেছে।

আপনার মন্তব্য

আলোচিত