আন্তর্জাতিক ডেস্ক

১৭ এপ্রিল, ২০২২ ১২:১৯

ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত: রাশিয়া

ইউক্রেনে চলমান সংঘাতে এখন পর্যন্ত ২৩ হাজার ৩৬৭ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। এমন দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী।

রোববার (১৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানে শুরু করে রাশিয়া। তাদের অব্যাহত হামলায় ইউক্রেনের সেনাবাহিনী অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানায় রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, “শুধু মারিউপোলেই ৪ হাজারের বেশি সেনা হতাহত হয়েছে।” তার দাবি, মারিপোউলের এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শুক্রবার সিএনএনকে বলেছেন, রাশিয়ার সঙ্গে সাত সপ্তাহের যুদ্ধে তার দেশের আড়াই থেকে ৩ হাজার সেনা নিহত হয়েছে।

এছাড়া রাশিয়ার ১৯ হাজার থেকে ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে দাবি করেন জেলেনস্কি।

আপনার মন্তব্য

আলোচিত