সিলেটটুডে ডেস্ক

৩০ মে, ২০১৬ ০০:৫৪

ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ এসএমএসে জানাবে ভারতীয় দূতাবাস

ভারতে পর্যটক ভিসায় গমনেচ্ছু আবেদনকারীদের সাক্ষাতের তারিখ মোবাইল ফোনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ মে ২০১৬ থেকে পর্যটক ভিসা আবেদনকারীদের সাক্ষাতের তারিখ  আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এতে একবার ব্যবহারযোগ্য একটি পাসওয়ার্ডও (ওটিপি) পাঠানো হবে। এই এসএমএস এবং পাসওয়ার্ড দেখিয়ে নির্ধারিত ভারতীয় ভিসা কেন্দ্রে (আইভিএসি) প্রবেশ করতে হবে। এরপর আবেদনপত্র জমা দিতে হবে।

আরও পড়ুন : ঈদ উপলক্ষে ভারতীয় দূতাবাসের ভিসা ক্যাম্প, ই-টোকেন ছাড়াই আবেদন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্র পূরণের সময় নিজের সঠিক মোবাইল নম্বর দিতে হবে এবং অনলাইন সাক্ষাতের জন্য আবেদন করতে হবে। তবে যারা ৫ জুন পর্যন্ত সাক্ষাতের তারিখ পেয়েছেন, তাদের জন্য এ ঘোষণা প্রযোজ্য হবে না।

আপনার মন্তব্য

আলোচিত