সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৬ ১৩:১১

বাংলাদেশে আসবেন পোপ ফ্রান্সিস

আগামী বছর বাংলাদেশ সফর করবেন পোপ ফ্রান্সিস। তাঁর সফর তালিকায় রয়েছে ভারত, পর্তুগাল, কলম্বিয়া এবং আফ্রিকার নামও।

২০১৭ সালে বিশ্বজুড়ে শান্তির বার্তা ছড়িয়ে দিতে বেশ কিছু দেশে সফরের পরিকল্পনা রয়েছে পোপের।

সামনের বছরের মে মাসে পর্তুগাল সফর করবেন পোপ। এরপর যাবেন আফ্রিকা, ভারত এবং বাংলাদেশে।

পোপ ফ্রান্সিস জানিয়েছেন, আবহাওয়া, সময় , রাজনৈতিক অবস্থা এবং সংঘাতপূর্ণ পরিস্থিতি বিবেচনা করেই তিনি তার সফর শুরু করবেন।

এদিকে কলম্বিয়ায় সরকার এবং বিদ্রোহীদের মধ্যে শান্তি ফিরে আসলেই তিনি দেশটিতে সফর করবেন বলে জানিয়েছেন।

তিনি জানান, যদি কোনো পক্ষই পেছনে ফিরে না যায়, যদি আন্তর্জাতিক সম্প্রদায় এ বিষয়ে সম্মত হয় যে সব বিবাদের সমাপ্তি হয়েছে, তবে আমি সেখানে যাব। এর সব কিছুই নির্ভর করবে মানুষের ওপর। তারা যা বলবে, সেটার ওপরই সব নির্ভর করবে।

সূত্রঃ ফক্স নিউজ

আপনার মন্তব্য

আলোচিত