সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৬ ১৩:৩৩

পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা রাষ্ট্র ঘোষণার আবেদনে ব্যাপক সাড়া

পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা দেশ হিসেবে ঘোষণা করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দপ্তরের উদ্দেশে করা একটি অনলাইন আবেদনে ব্যাপক সাড়া পাওয়া গেছে।

ইতিমধ্যে ওই আবেদনে পাঁচ লাখেরও বেশি স্বাক্ষর পড়েছে। মার্কিন নিয়মানুযায়ী কোনো আবেদনে এক লাখ স্বাক্ষর পড়লে মার্কিন সরকার সেই বিষয়ে পদক্ষেপ নিতে পারে।

আরজি নামক এক ব্যক্তি গত ২১ সেপ্টেম্বর ওই অনলাইন আবেদনটি খুলেন। বিষয়টি প্রেসিডেন্ট ওবামার নজরে আনার জন্য এক মাসের মধ্যে এক লাখ স্বাক্ষর প্রয়োজন ছিল। এক সপ্তাহের মধ্যেই নির্ধারিত পরিমাণ স্বাক্ষর পড়ে, যা ১০ দিনের মধ্যেই পাঁচ লাখে পৌঁছায়।

নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ওবামা সরকারের এ বিষয়ে নিজেদের পদক্ষেপ জানানোর কথা।

যুক্তরাষ্ট্রের জোটান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী অঞ্জু প্রীত বলেন, “আমাদের লক্ষ্য হলো আবেদনে ১০ লাখ স্বাক্ষর সংগ্রহ করা।”

পাকিস্তানকে সন্ত্রাসের মদদদাতা হিসেবে আখ্যায়িত করার দাবিতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপনের উদ্যোগের কয়েক দিনের মাথায় হোয়াইট হাউসের উদ্দেশে এই আবেদন করা হলো।

আপনার মন্তব্য

আলোচিত