আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০১৬ ১৫:১২

আসামে বিচ্ছিন্নতাবাদীদের হামলা, ৩ সেনা সদস্য নিহত

ত্তরপূর্ব ভারতের রাজ্য আসামের দুর্গম এলাকায় সেনাবাহিনীর দু’টি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিন সৈন্যের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৯ নভেম্বর) সকালে দেশটির উত্তরাঞ্চলের দুর্গম এলাকা তিনসুকিয়ায় এ হামলার ঘটনা ঘটে। আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এ হামলা চালিয়েছে বলে দাবী করেছে পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মুখেশ আগরওয়াল বলেন, রাজ্যের রাজধ‍ানী শহর গৌহাটি থেকে ৪০০ মাইল (৬০০ কিমি) পূর্বে অবস্থিত পেনগেরির বন‍াঞ্চলে এ হামলা ‍চালায় বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি।

‘বিচ্ছিন্নতাবাদীরা হাতবোমা দিয়ে সৈন্যদের জিপ ও একটি ট্রাককে আটকে গ্রেনেড এবং একে-৪৭ দিয়ে আক্রমণ চালায়। এতে তিনজন নিহত হন।’

আর এ ঘটনায় আহত আরও চারচনকে উদ্ধার করে হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিকে হামলার নিন্দা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনওয়াল বলেছেন, ‘দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মন্তব্য

আলোচিত