সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৬ ০০:১৫

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ঢুকে বন্দুকধারীর গুলি, আহত ৮

যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে অন্তত ৮ জন আহত হয়েছেন।

কলম্বাস ফায়ার সার্ভিস জানিয়েছে, আহত দুইজনের অবস্থা গুরুতর। বাকি ৫ জন সম্পর্কে এখনো তথ্য পাওয়া যায়নি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশী অভিযানে সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে।

কলম্বাসের নিকটবর্তী ওহিও সিটিতে বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। ওই বিশ্ববিদ্যালয়ে ৬০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, ওই বিশ্ববিদ্যালয়টি পুরো নিরাপত্তা বলয়ে আনতে পুলিশের বেশ সময় লাগবে। কারণ এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি।

স্থানীয় সময় ১০টার দিকে ওই হামলাকারী গুলি ছোঁড়েন। বস্তুবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ভবন এলাকায় প্রথম গুলি ছোড়েন ওই হামলাকারী।

বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র জানান, প্রথমে আমি চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পায়। পাঁচ সেকেন্ডের মধ্যে আমি পরপর তিনটি বুলেটের শব্দ শুনি।

‘আমি এরকম দৃশ্য আর কখনো দেখিনি। সবাই যার যার মতো ছোটাছুটি করল এবং নিরাপদে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল।’

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বোমা নিষ্ক্রিয় ইউনিটও ঘটনাস্থলে রয়েছে।

সূত্র: বিবিসি

আপনার মন্তব্য

আলোচিত