সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

০৪ জুলাই, ২০১৭ ১১:১২

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

জাপানের জলসীমায় একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। জাপানি ও দক্ষিণ কোরিয়া সূত্রে খবরটি জানিয়েছে বিবিসি।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) সকাল নয়টা ৪০ মিনিটের দিকে উত্তর পিয়ং ইয়ং প্রদেশের বাঙ্গইয়ন থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সূত্রে জানা যায়, জাপান সাগরে দেশটির অর্থনৈতিক জোনে এই ক্ষেপণাস্ত্রটি পড়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র নিক্ষেপ পরীক্ষা জোরদার করেছে। এর ফলে জাপান সাগরে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ মঙ্গলবার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি ৯৩০ কিলোমিটার পার হয়ে জাপান সাগরে পড়েছে। এতে সময় লেগেছে ৪০ মিনিট।

জাপান সাগরে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্রটিসহ এ বছর মোট ১১টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কিন্তু সর্বশেষ ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ আগেরগুলোর চেয়ে বেশি। এটি প্রায় এক হাজার কিলোমিটার দূরবর্তী টার্গেটে আঘাত হানতে সক্ষম।

আপনার মন্তব্য

আলোচিত