সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ জুলাই, ২০১৭ ১২:৩৯

সব ফিলিস্তিনিদের জন্য খুলে দেয়া হলো আল-আকসার দ্বার

ইসরাইলের দখলে থাকা পূর্ব জেরুজালেমে অবস্থিত মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের প্রবেশ করতে পাছেন সব বয়সি ফিলিস্তিনিরা।

শুক্রবার ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় আল-আকসার প্রতিটি দ্বার।

জুমার নামাজের কয়েক ঘণ্টা আগে ইসরায়েল আল-আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সী ফিলিস্তিনিদের প্রবেশ নিষিদ্ধ করে। একই সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরে অবস্থিত মসজিদটিতে প্রবেশের কয়েকটি দ্বারও বন্ধ করে দেওয়া হয়। এর পর মসজিদের বাইরেই শত শত মানুষ জুমার নামাজ আদায় করে।

জুমার নামাজের পর ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। জলকামান, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে সেই বিক্ষোভ দমন করে ইসরায়েলের পুলিশ।

ফিলিস্তিনের বিভিন্ন প্রান্তে এমন বিক্ষোভ ও প্রতিবাদের মধ্যেই আল-আকসার পরিচালনা কমিটি তথা ইসলামিক ওয়াকফ ঘোষণা দেয়, মসজিদটির সব দ্বার ফিলিস্তিনিদের জন্য খুলে দেওয়া হয়েছে।

গত ১৪ জুলাই ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহত হন। এরপর থেকেই আল-আকসায় মেটাল ডিটেকটর বসানোসহ নানা ধরনের নিরাপত্তা নেয় ইসরায়েলের আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিবাদে মসজিদে প্রবেশ করেনি ফিলিস্তিনিরা। তীব্র প্রতিবাদের মুখে ১৩ দিন পর ইসরায়েল বাড়তি নিরাপত্তা তুলে নিলে বৃহস্পতিবার তাঁরা মসজিদে প্রবেশ করেন।


আপনার মন্তব্য

আলোচিত