সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক

২১ আগস্ট, ২০১৭ ১০:২৬

সিঙ্গাপুরে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ, নিখোঁজ ১০

সিঙ্গাপুর উপকূলে একটি তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন ডেস্ট্রয়ারের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন মার্কিন নৌসেনা।

সোমবার (২১ আগস্ট) মার্কিন নৌবাহিনীর বরাতে একথা জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউএসএস জন ম্যাককেইন নামে ওই যুদ্ধজাহাজটি মালাকার স্টেইটে যাচ্ছিলো। সিঙ্গাপুরে থামানোর সময় লাইবেরিয়ার ওই তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হয়।

নিখোঁজ নাবিকদের খুঁজতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। দুই মাসের মধ্যেই এটা দ্বিতীয় সংঘর্ষের ঘটনা। এর আগে জুনে ইউএসএস ফিজেরাল্ড নামে এক ডেস্ট্রয়ার ফিলিপাইনের তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষ হলে ৫ মার্কিন সেনা নিহত হন।

সোমবার এই সংঘর্ষ স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে হয়। বন্দরে তরী ভেড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক রিপোর্টে জানা যায়, জাহাজের একপাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানায়, উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত