সিলেটটুডে ডেস্ক

২৭ আগস্ট, ২০১৭ ০০:১৫

বাংলাদেশে সন্ত্রাসী হামলার শঙ্কা, মার্কিনীদের জন্যে সতর্কতা

বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সন্ত্রাসী হামলার শঙ্কা থেকে বৃহস্পতিবার এ নির্দেশনাটি জারি করা হয়েছে।

দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে, বাংলাদেশে সন্ত্রাস বিরোধী অভিযান চললেও মার্কিনীদের হামলার ঝুঁকি রয়েছে। তাই ২৪ আগস্ট থেকে এ সতর্কতা জারি করা হয়।

এরইমধ্যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। ফলে প্রাপ্তবয়স্করা ঢাকায় থাকার অনুমতি পাচ্ছেন। আর অপ্রাপ্তবয়স্কদের ঢাকা থেকে ফিরে আসার কথা বলা হয়েছে।

এরআগে শুধুমাত্র মার্কিন সরকার নিয়োগকৃত নাগরিকরাই ঢাকায় থাকতে পারতেন। এখন এটা সবার জন্যই প্রযোজ্য।

যেকোনো ধরনের সহযোগিতার জন্য মার্কিন দূতাবাস খোলা থাকবে বলেও জানানো হয়।

পররাষ্ট্র দপ্তর বলছে, বারবার হুমকি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মার্কিন দূতাবাস তাদের সব নাগরিকদের কিছু কঠোর নিয়ম-কানুনের আওতায় এনেছেন।

এই নিয়মের আওতায় মার্কিন কর্মকর্তা ও তাদের পরিবার এখন পায়ে হেটে, সাইকেল, মোটরসাইকেল কিংবা রিকশাতে ভ্রমণ করতে পারবেন না।

এছাড়া কোনও খোলা জায়গায় এবং রাস্তার পাশে চলাচলও করতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বাংলাদেশের জনবহুল যে কোনও অনুষ্ঠানও পরিত্যাগ করতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

আপনার মন্তব্য

আলোচিত