আন্তর্জাতিক ডেস্ক

১১ জুন, ২০১৫ ১৬:৩৩

চীন সফর শুরু করলেন সুচি

মিয়ানমারের বিরোধীদলীয় নেতা অং সান সুচি চীন সফর শুরু করেছেন।

বুধবার তিনি চীনে পৌঁছেন বলে বিবিসি জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে মিয়ানমার ও চীনের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনার মধ্যেই তার এই চীন সফর।

সফরকালে সুচি চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াং-এর সঙ্গে বৈঠক করবেন।

তবে তার সফরের ব্যাপারে বিস্তারিত আর কোনোকিছু প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে এই দুই দেশের মধ্যে শীতল সম্পর্ক চলছে। এ জন্য দুইদেশের যৌথ সীমান্তে সহিংসতাও একটি কারণ।

মিয়ানমার পূর্বাঞ্চলীয় কোকাং এলাকায় বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। এলাকাটি চীনের ইউনান প্রদেশের সীমান্তবর্তী।

কোকাং-এ বিদ্রোহীদের দমনে মিয়ানমার বাহিনীর এই পদক্ষেপের ফলে তা চীনের সীমান্ত অঞ্চলেও বিস্তার লাভ করতে পারে এই আশঙ্কা চীনা কর্তৃপক্ষের। তারই জবাব হিসেবে সীমান্তে বাহিনী মোতায়েন করেছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার সাংবাদিকদের বলেন, সুকির এই সফর “চীন ও মিয়ানমারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে।”

চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিতব্য মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচনে সুচি অন্যতম প্রধান ভূমিকা রাখবেন। তবে স্বামী ও সন্তানেরা বিদেশি নাগরিক হওয়ায় মিয়ানমারের বর্তমান আইন অনুযায়ী তার পক্ষে নির্বাচনে অংশ নেয়া সম্ভব হবে না।

আপনার মন্তব্য

আলোচিত