আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০১৫ ১৫:০১

ইয়েমেনে বোমা হামলা অর্ধ শতাধিক হতাহত

ইয়েমেনে পর পর কয়েকটি গাড়িবোমা হামলায় অর্ধ শতাধিক হতাহত হয়েছেন।

রাজধানী সানায় শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের সদর দফতর ও তাদের নিয়ন্ত্রিত এলাকায় তিনটি মসজিদের সামনে বুধবার (১৭ জুন) হামলাগুলো হয় বলে বৃহস্পতিবার (১৮ জুন) জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এক নিরাপত্তা রক্ষী জানিয়েছেন, হামলায় অন্তত পঞ্চশ জন হতাহত হয়েছেন। রাজধানী সানায় হাশুশ মসজিদ, কিবসি মসজিদ, আল-কুবাহ আল-খাদরা মসজিদ ও হুথি বিদ্রোহীদের রাজনৈতিক শাখা আনসারুল্লাহ মুভমেন্টের সদর দফতরের সামনে হামলাগুলো হয়।

হুথি নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় সংবাদসংস্থার খবরে হামলাগুলোর জন্য ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করা হয়েছে। তবে সংগঠনটির পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।

আপনার মন্তব্য

আলোচিত