ইন্টারন্যাশনাল ডেস্ক

০৩ অক্টোবর, ২০১৮ ১০:৩৯

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

পশ্চিমবঙ্গের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার খবর পাওয়া গেছে।

বুধবার (৩ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে মেডিকেল কলেজের একটি ভবনে একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এনডিটিভি জানিয়েছে, আগুন লাগার পর প্রায় আড়াইশ রোগীকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

যে ভবনে আগুন লেগেছে সেখানে রয়েছে হাসপাতালের কার্ডিওলজি, আইসিইউ এবং মেডিসিন বিভাগ। পাশেই রয়েছে অক্সিজেন স্টোর।

আপনার মন্তব্য

আলোচিত