Advertise

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০১৯ ১৯:৫৬

ইরানে ভূমিকম্প, আরব আমিরাতে কম্পন অনুভূত

ইরানের দক্ষিণাঞ্চলে সোমবার একটি ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে দেশটির আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ সংস্থা রয়টার্স।

ইরানি সংবাদ সংস্থাটির মতে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজান প্রদেশের কুখের্দ শহরে।

দেশটির রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত খবরে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, এখনও অঞ্চলটি থেকে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গণমাধ্যম গালফ টুডে জানায়, দেশটিতে এদিন বিকেলে ইরানে আঘাত হানা ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।

ন্যাশনাল সেন্টার অব মেটিরিওলজির বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ইউএই এর উত্তরাঞ্চলের বাসিন্দারা এই ভূমিকম্পের কম্পন অনুভব করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে একটি এপার্টমেন্টের বৈদ্যুতিক বাল্বগুলো কাঁপতে দেখা গেছে। রাস আল খাইমাহ, দুবাই ও আবুধাবির বাসিন্দারাও কম্পন অনুভব করেছে।

আপনার মন্তব্য

আলোচিত