সিলেটটুডে ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:১০

মিনা ট্র্যাজিডি : নিহত ১২শ’ জনের ছবি প্রকাশ, বাংলাদেশি ২৬ জন

সৌদি আরবে হজ করতে গিয়ে ‘মিনা দুর্ঘটনায়’ নিহত ১২শ হাজির ছবি প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ। এর ফলে নিহতের সংখ্যা কমপক্ষে ১২শ বলে পরোক্ষভাবে জানানো হয়েছে। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশী বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। ওই ২৬ জনের মধ্যে ১৩ জনের বিস্তারিত পরিচয় পাওয়া গেছে।

জেদ্দার বাংলাদেশ কনস্যুালেটের কনসাল জেনারেলে এ কে এম শহিদুল করিম জানান, সৌদি পুলিশ মৃত হাজিদের ছবি টানিয়েছে, আমরা ১২শ নম্বর পর্যন্ত ছবির তালিকা দেখেছি।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২৬ জন বাংলাদেশীর কথা জানা গেলেও নিহত হ‍াজিদের নাম প্রকাশ করেনি মক্কার বাংলাদেশ হজ মিশন। তাদের ছবিও আপাততঃ প্রকাশ করা হয়নি।

এর বাইরে জেদ্দা ও মক্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় অর্ধশত বাংলাদেশী হাজি। তাদের মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

আরও কোনো বাংলাদশী হাসপাতালে রয়েছেন কিনা দূতাবাস তা খুঁজে দেখছে বলে জানিয়েছেন কনসাল জেনারেল। তিনি বলেন, আহত, নিহত ও যে ৫২ জন নিখোঁজ; তাদের তথ্য সংগ্রহে সার্বক্ষণিকভাবে কাজ করছে দূতাবাস, কনস্যুলেট ও হজ মিশনের সমন্বয়ে একাধিক টিম।

তবে, চলতি বছর হজ ব্যবস্থাপনার জন্য ঢাকা থেকে বিশাল বহর আসলেও তাদের তৎপরতার অনুপস্থিতির কথা জানিয়েছেন মক্কায় হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা। তাদেরকে টেলিফোনেও না পাওয়ার অভিযোগ করেছেন হাজিরা।

হাজিরা দেশে ফিরতে বিড়ম্বনার অভিযোগও করছেন। নির্ধারিত ফিরতি ফ্লাইটের বেশ কয়েক ঘন্টা আগেই জেদ্দা বিমান বন্দর এনে বসিয়ে রাখা হচ্ছে বলে বিমান বন্দর থেকে টেলিফোনে জানিয়েছে এক হাজি। এ বিষয়ে জেদ্দা বিমানবন্দরের হজ অফিসে ফোন করে কাউকে পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত