৩০ সেপ্টেম্বর, ২০১৫ ০০:০২
সৌদি আরবের মক্কার ছয়টি কবরস্থানে ৭৪ হাজার ৭শ' কবর তৈরির নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মিনায় হজের দিন পদদলিত হয়ে নিহত হাজিদের মৃতদেহসহ বেশ কিছু লাশ দাফনের জন্য এই কবরগুলো প্রস্তুত করা হচ্ছে বলে জানায় মক্কা সচিবালয়।
সোমবার আরব নিউজে অনলাইন সংস্করণে এ খবর প্রকাশিত হয়।
মক্কা সচিবালয়ের গণযোগাযোগ বিষয়ক পরিচালক ওসামা জায়তুন-এর বরাত দিয়ে আরব নিউজ আরো জানায়, নিহত হাজিদের গোসল ও অন্যান্য ধর্মীয় কাজ সম্পাদনের জন্যও নির্দেশও দেয়া হয়েছে তাদের। তবে নিহতদের পরিবারের সম্মতিতেই মৃতদেহ দাফন করা হচ্ছে বলে জানান ওসামা জায়তুন।
পরিবার চাইলে মৃতদেহ দেশে নেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। সৌদি পত্রিকা আরব নিউজের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশের পর প্রশ্ন দেখা দিয়েছে মিনায় পদদলিত হয়ে নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে।
আরব নিউজে প্রকাশিত ঐ খবরে আরো বলা হয়, সৌদি আরবের মালা কবরস্থানে ৩০ হাজার, আল-আদিল কবরস্থানে ২ হাজার, আল-শারিয়া কবরস্থানে ২২ হাজার এবং আল-হারাম কবরস্থানে ২০ হাজার কবর তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া আল-রাবওয়ে ও আরাফাত কবরস্থানেও বেশ কিছু কবর তৈরি করা হবে বলেও জানায় আরব নিউজ।
আপনার মন্তব্য