৩০ সেপ্টেম্বর, ২০১৫ ১৯:৩৮
ভারতে পরিবারের সদস্যদের নিয়ে গরুর মাংস খাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
ভারতের রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে উত্তর প্রদেশের দাদরি গ্রামে ৫০ বছর বয়সী মোহাম্মদ আখলাক নামের ওই ব্যক্তিকে সোমবার রাতে পিটিয়ে ও পাথর ছুড়ে হত্যা করা হয়।
খামার কর্মী আখলাকের ২২ বছর বয়সী ছেলেও হামলায় গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গুজব ছড়ানোর জন্য দায়ীদের খুঁজছে পুলিশ।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এনপি সিংয়ের বরাত দিয়ে বিবিসি জানায়, মোহাম্মদ আখলাকের বাড়িতে গরুর মাংস আছে এবং তিনি গরু জবাইয়ের সঙ্গে জড়িত বলে গুজব ওঠে ওই গ্রামে। এই গুজবকে ভিত্তি করে তার বাড়িতে হামলা চালানো হয়।
আখলাক ও তার ছেলেকে মারধরের আগে তাঁদের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে হামলাকারীরা। তারা ওই বাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়ির নারীদের মারধর করে।
মোহাম্মদ আখলাকের স্ত্রী এনডিটিভিকে বলেন, আমার স্বামীর শরীর থেকে রক্ত বের হচ্ছিল। তাঁর মাথা থেঁতলে ফেলা হয়েছিল। তারা আমার পুরো পরিবারকেই পিটিয়েছে। অথচ আমার স্বামীর কোনো শত্রু ছিল না।
আখলাকের মেয়ে সানজিদা জানান, তাদের ফ্রিজে তারা ছাগলের মাংস রেখেছিল, গরুর নয়। পুলিশ ওই মাংস পরীক্ষা করে দেখার জন্য জব্দ করেছে।
হিন্দু প্রধান ভারতে গরু জবাই একটি স্পর্শকাতর বিষয়। উত্তর প্রদেশের মতো কয়েকটি রাজ্যে গরু জবাই এবং বিক্রি নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়।
আপনার মন্তব্য