০১ অক্টোবর, ২০১৫ ০০:০৬
চীনে একের পর এক পত্র-বোমা (লেটার-বম্ব) বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এতে আহত হয়েছেন প্রায় ১২জন। প্রায় ১৫ টি পত্র-বোমা বিস্ফোরণে চীনের গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। পাঁচ জন ঘটনাস্থলেই মারা যায়, অন্য একজনের হাসপাতালে মৃত্যু হয়।
চীনের সরকারি সংবাদসংস্থা জানিয়েছে, ১৫ টি পত্র-বোমা বিস্ফোরণ হয়। একটি শপিং মল, জেল, কাউন্টির একটি সরকারি অফিস, সুপার মার্কেট, স্টেশন, হাসপাতাল, বাজার সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণগুলি হয়।
প্রথম বিস্ফোরণটি হয় স্থানীয় সময় বিকেল পৌনে চারটে নাগাদ। ছবিতে দেখা গিয়েছে, বিস্ফোরণের ধাক্কায় দাপু টাউনশিপের একটি বাড়ি অর্ধেক ধসে পড়েছে। রাস্তাঘাটে যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এক্সপ্রেস ডেলিভারি প্যাকেজের মধ্যে বিষ্ফোরক রাখা হয়ে থাকতে পারে।
আপনার মন্তব্য