নিউজ ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৫ ০৯:৫৪

ভারত কি হিন্দু সৌদি আরব হতে চলেছে : প্রশ্ন তসলিমার

শিবসেনার বিরোধিতার জেরে মুম্বইয়ে গজল সম্রাট গুলাম আলির সঙ্গীতানুষ্ঠান বাতিল হয়ে যাওয়ায় তীব্র অসন্তোষ ব্যক্ত করলেন লেখিকা তসলিমা নাসরিন।

প্রখ্যাত গজল গায়ক জগজিত্ সিংহের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি হিসেবে ৯ অক্টোবর মুম্বইয়ে পাক শিল্পীর ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু শিবসেনার আপত্তির জেরে গুলাম আলির ওই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়।

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে টুইটারে তসলিমা লিখেছেন, ‘ও মাই গড, শিবসেনার হুমকিতে পাকিস্তানি গায়ক গুলাম আলির অনুষ্ঠান বাতিল হলে গেল। ভারত কি হিন্দু সৌদি আরব হতে চলেছে’?

তসলিমা আরও লিখেছেন, ‘গুলাম আলি তো কোনও জেহাদি নন। তিনি একজন গায়ক। দয়া করে জেহাদি ও গায়কের মধ্যে ফারাক বোঝার চেষ্টা করুন’।

পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দিচ্ছে অভিযোগ করে সেদেশের কোনও শিল্পীর অনুষ্ঠানও তারা বরদাস্ত করতে রাজি নয় বলে হুঁশিয়ারি দেয় শিবসেনা। এরই জেরে উদ্যোক্তারা ওই অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেন।

আপনার মন্তব্য

আলোচিত