সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০১৫ ১৪:৩৩

রাশিয়ার আইএসবিরোধী অভিযান : এবার রণতরী থেকে ক্ষেপনাস্ত্র হামলা

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) নির্মূলে সিরিয়ায় অভিযান আরো জোরদার করেছে রাশিয়া। সপ্তাহ ধরে বিমান হামলার পর এবার রণতরী থেকে ক্রুজ ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। রাশিয়ার পাশাপাশি এই প্রথমবারের মতো সিরীয় সেনাবাহিনীও স্থলপথে হামলা চালিয়েছে।

বিমান হামলার পর কাস্পিয়ান সাগরের রণতরী থেকে ক্রুজ মিসাইল হামলা চালায় রাশিয়া। চারটি যুদ্ধ জাহাজ থেকে ছোঁড়া ক্ষেপনাস্ত্রগুলো দেড়হাজার কিলোমিটার দুরের আইএস লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ক্রুজ মিসাইল হামলায় আইএস-এর অস্ত্র গুদাম, জঙ্গি ঘাঁটি এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোকে ধ্বংস হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রুশ হামলার পাশাপাশি এই প্রথমবারের মতো সিরিয়ার সরকারি বাহিনীও অভিযানে নেমেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমা মদদপুষ্ঠ সরকারবিরোধীদের সঙ্গে যোগাযোগ করতে চায় মস্কো। সেইসঙ্গে সিরিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রও তৈরি করতে চায় তারা।

তবে যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া ভুল পথে হাটছে। তাদের হামলা আইএস এর বিরুদ্ধে নয় বরং আসাদবিরোধীদের ওপর।

আপনার মন্তব্য

আলোচিত