সিলেটটুডে ডেস্ক

১৮ নভেম্বর, ২০১৫ ১২:১৫

আইনজীবী হিসেবে লড়াই করে হেরেছি, এখন আর কোন প্রতিক্রিয়া নেই: খন্দকার মাহবুব

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলি আহসান মুজাহিদের রিভিউ খারিজ হয়ে মৃত্যুদণ্ড বহাল থাকার খবরে কোন প্রতিক্রিয়া জানাতে চান নি এই দুজনের আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

আজ (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় একসাথে দুজনেরই পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রায় সকল যুদ্ধাপরাধীদের মামলার প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করা মাহবুব বলেন- "আইনজীবী হিসেবে মামলা লড়েছি এবং হেরে গেছি, এখানে আর কোন প্রতিক্রিয়া নেই।"

কবে এই দুই রায় কার্যকর হতে পারে জানতে চাইলে তিনি বলেন- "এটা সরকারের সিদ্ধান্ত। সরকার কবে করবে কি করবে না তারা জানেন"।


প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে দুই যুদ্ধাপরাধীদের মামলার চূড়ান্ত পরিসমাপ্তি ঘটল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা) এবং  জামায়াতের সেক্রেটারি জেনারেল যুদ্ধাপরাধী আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদন শুনানি শেষে তা আজ বুধবার (১৮ নভেম্বর)  খারিজ করে দেন আপীল বিভাগ। বেলা সাড়ে ১১টায় একই সাথে আলোচিত এই দুটি  মামলার চূড়ান্ত রায় ঘোষণা হয়।

ফলে একাত্তর সালে মুক্তিযুদ্ধে মানবধাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত এই দুই যুদ্ধাপরাধী ফাঁসির দড়িতেই ঝুলতে যাচ্ছেন।

এই দুই যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আর কোন আইনি বাঁধা থাকল না। তবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানাতে পারবেন তারা।   

আপনার মন্তব্য

আলোচিত