সিলেটটুডে ওয়েব ডেস্ক

২৫ জুলাই, ২০১৬ ১৪:৫৬

পুরনো খবরের কাগজ দিয়ে পোশাক!

পুরনো খবরের কাগজ, ফেলে দেওয়া আর্ট পেপার, নষ্ট হয়ে যাওয়া সিডি, ফেটে যাওয়া গাড়ির টায়ার, ট্রাম-বাস-ট্রেনের টিকিট— এসব দিয়েই পোশাক, আসবাব এবং অলঙ্কার তৈরি করে বিক্রি করছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

প্রেসিডেন্সির সাত শিক্ষার্থী অন্যান্য প্রতিষ্ঠানের  কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে ‘ক্রিয়েটিভ’ নামে একটি সংস্থা তৈরি করেছেন। নানা ধরনের কাগজ-সহ দৈনন্দিন ব্যবহারের অনেক জিনিসই ফেলে দেওয়া হয়। সেগুলিকেই পুনর্ব্যবহারযোগ্য করে তোলা তাঁদের লক্ষ্য। সংস্থার সদস্যদের দাবি, প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয়, খড়গপুর আইআইটি-সহ বিভিন্ন ক্যাম্পাসের শিক্ষার্থী এবং অধ্যাপকদের একাংশ প্রাথমিকভাবে তাঁদের কাজ নিয়ে আগ্রহ দেখিয়েছেন। বেশ কয়েকটি ফ্যাশন শোয়েও ডাক পেয়েছেন তাঁরা। ওই সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে ‘ইন্ডিয়ান পাল্‌প অ্যান্ড পেপার অ্যাসোসিয়েশন’ও।



কেন এমন উদ্যোগ? প্রেসিডেন্সির ভূগোল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী চান্দ্রেয়ী চট্টোপাধ্যায় বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন প্রান্তে পুনর্ব্যবহারযোগ্য জিনিস নিয়ে কাজ করার প্রবণতা রয়েছে। আমরা অনেক কিছু ফেলে দিয়ে নষ্ট করি। অথচ একটু চেষ্টা করলেই সেগুলি থেকে খুব সুন্দর এবং সৃষ্টিশীল জিনিস তৈরি করা যায়।’’ তবে এমন উদ্যোগ নতুন নয় বলেই জানিয়েছেন তিনি। এ দেশে এ নিয়ে বিশেষ চর্চা না হলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের কাজ হয়েছে। বিশেষত, ষাটের দশকে পুনর্ব্যবহারযোগ্য জিনিস ব্যবহারের ফ্যাশন বেশ জনপ্রিয় হয়েছিল। চান্দ্রেয়ী বলেন, ‘‘এখনও আমেরিকা এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশে মধুচন্দ্রিমায় নতুন দম্পতিকে কাগজের পোশাক উপহার দেওয়া হয়।’’

‘ক্রিয়েটিভে’র সদস্যেরা জানিয়েছেন, কাগজের পোশাক ছাড়াও তাঁরা ব্যবহৃত সিডি থেকে বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরি করেন। যানবাহনের টিকিট থেকে তৈরি করেন কানের দুল। গাড়ির ফাটা টায়ার থেকে তৈরি করেন বসার আসবাব। দাম কেমন? চান্দ্রেয়ী বলেন, ‘‘এই পোশাকগুলি তো প্রতিদিনের ব্যবহারের জন্য নয়। কোনও বিশেষ অনুষ্ঠান বা ফ্যাশান শোয়ে এগুলি পরা যেতে পারে। তাছাড়া, এগুলি তৈরি করা অত্যন্ত সময় এবং শ্রমসাধ্য। নিজেদের হাতেই তৈরি করি। তাই ন্যূনতম দাম তিন হাজার টাকা রাখতে হয়েছে।’’


খবর: এবেলা

আপনার মন্তব্য

আলোচিত