সিলেটটুডে ওয়েব ডেস্ক

২৮ জুলাই, ২০১৬ ১৪:২২

বর্ষায় ৫ কারণে লেগিংস পরা বুদ্ধিমানের কাজ

বর্ষাকালে কী পোশাক পরা যায় এই নিয়ে মেয়েরা প্রায়ই সমস্যায় পড়েন। বিদেশে মেয়েরা যেমন শর্ট স্কার্ট বা এমনি শর্টস পরে বেড়িয়ে পড়তে পারেন, এদেশের মেয়েরা নানা সামাজিক কারণেই সেটা পারেন না। ঠিক-ভুল, ভাল-মন্দের প্রশ্ন নয়, এটা ব্যক্তিগত সিদ্ধান্তের প্রশ্ন। অনেকেই বর্ষাকাল কেন, শীতকালেও হট প্যান্টস পরে ঘুরে বেড়ান আর বহু মেয়েরা বর্ষাকালেও শাড়ি ছাড়া অন্য কোনও পোশাক পরতেই পারেন না, কখনও পেশার কারণে বা কখনও অন্য কোনও অসুবিধার জন্য।

কিন্তু লেগিংস পরার এমন কতগুলি সুবিধা রয়েছে যা বর্ষাকালের পক্ষে খুবই উপযোগী—

১. বর্ষাকালে জিনস বা চিনোস-এর পরিবর্তে লেগিংস পরার সুবিধা হল বৃষ্টিতে ভিজলে বা কাচা হলে তাড়াতাড়ি শুকিয়ে যায়।

২. জলকাদার হাত থেকে বাঁচতে যাঁরা নি-লেংথ প্যাডলপুশার বা কেপ্রি পরতে পারছেন না তাঁরা কিন্তু লেগিংস পরেই কাটাতে পারেন বর্ষাকাল। প্রয়োজন পড়লে লেগিংস অল্প গুটিয়ে নিলেই হল।

৩. লেগিংসে কাদা লাগলে তা সহজেই ধুয়ে ফেলা সম্ভব তবে সেজন্য সাদা বা হালকা রঙের লেগিংস কোনওভাবেই পরা উচিত নয়।

৪. যারা সালোয়ার পরেন, তাঁদের পক্ষেও বর্ষাকালে বেশি সুবিধাজনক লেগিংস পরা কারণ এতে পোশাকে নোংরা লাগার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

৫. যাদের ক্ষেত্রে শাড়ি পরাটা বাধ্যতামূলক, তাঁরাও কিন্তু লেগিংস পরতে পারেন এই মৌসুমে। যাতে জলকাদা এড়াতে যদি শাড়ি সামলাতে হয় তবে তা অস্বস্তির কারণ না হয়ে দাঁড়ায়।

আপনার মন্তব্য

আলোচিত