সিলেটটুডে ডেস্ক

২৯ জুলাই, ২০১৬ ০২:৫৬

প্রাকৃতিক উপায়ে স্ট্রেট করুন আপনার চুল

একেকজনের চুল একেক ধরনের হয়। অনেক মেয়েরই পছন্দ স্ট্রেট হেয়ার। তাই যাদের চুল জন্মগতভাবে সোজা বা স্ট্রেট নয়, তাঁরা বারবার হেয়ার স্ট্রেটনার অথবা হেয়ার জেল ব্যবহার করে চুল সোজা করার চেষ্টা করেন। এতে চুলের অনেক ক্ষতি যেমন- চুল পড়া বেড়ে যাওয়া, চুলের রুক্ষতা, আগা ফাটা ইত্যাদি সমস্যা দেখা দেয়। ঘরোয়া উপাদান ব্যবহার করে কীভাবে প্রাকৃতিকভাবে আপনার চুলকে সমান ও মসৃণ করতে পারেন।

যা যা লাগবে

এক কাপ বিশুদ্ধ নারিকেল তেল, দুই টেবিল চামচ অলিভ অয়েল, চার টেবিল চামচ লেবুর রস ও তিন টেবিল চামচ কর্নস্টার্চ (সুপারশপ থেকে কিনে নিতে পারেন)।

যেভাবে ব্যবহার করবেন

একটি পাত্রে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। আপনার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভালোভাবে লাগান এবং মোটা চিরুনি দিয়ে হালকা আঁচড়ে নিন। শাওয়ার ক্যাপ পরে দুই ঘণ্টার জন্য মাস্কটি চুলে রেখে দিন। তার ওপর দিয়ে রাখুন গরম তোয়ালে যা ৩০ মিনিট পর পর বদলে নিতে পারেন। এবার পানি দিযে ধুয়ে ফেলুন। দ্রুত ফলাফলের জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার করে এই মাস্কটি চুলে ব্যবহার করুন।

আপনার মন্তব্য

আলোচিত