সিলেটটুডে ডেস্ক

২৬ মে, ২০২০ ১২:৩৫

সুন্দরবনকে বুলবুলের চেয়ে ‘৩ গুণ’ বেশি ক্ষতিগ্রস্ত করেছে আম্পান

গতবছরে হয়ে যাওয়া ঘূর্নীঝড় বুলবুলের চেয়ে এবারের সপ্প্রতি শেষ হওয়া সুপার সাইক্লোন আম্পানে ‘৩ গুণ’ বেশি ক্ষতি হয়েছে সুন্দরবনের। বিশ্বের বৃহত্তম এ ম্যানগ্রোভ বনের ক্ষয়ক্ষতি নিরূপণে বন বিভাগের গঠিত চারটি কমিটির প্রতিবেদনের সারসংক্ষেপে উঠে এসেছে এ চিত্র।

প্রতিবেদনে বলা হয়ছে, এবার আম্পানে বনের ১২ হাজার ৩৫৮টি গাছ ভেঙেছে। বন বিভাগের অবকাঠামোর ক্ষয়ক্ষতির হয়েছে অন্তত ২ কোটি ১৫ লাখ টাকার। ২০১৯ সালের ১০ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে সুন্দরবনের ৪ হাজার ৫৮৯টি গাছ ক্ষতিগ্রস্ত হয়। বন বিভাগের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ ছিলো ৬২ লাখ ৮৫ হাজার টাকা।

বিজ্ঞাপন

সোমবার বনবিভাগের খুলনা অঞ্চলেরর বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খাঁন সাংবাদিকদের বলেন, সুন্দরবনকে সময় দিলে সিডর, আইলা ও বুলবুলের আঘাতের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার মত করেই আম্পানের ক্ষয়ক্ষতিও কাটিয়ে উঠবে।

প্রসঙ্গত, অতি প্রবল ঘূর্ণিঝড় আম্পান গত ২০ মে দুপুরের পর সুন্দরবনের কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করে।

আপনার মন্তব্য

আলোচিত