সিলেটটুডে ডেস্ক

২৮ মে, ২০২০ ১১:৪৭

তিস্তায় ভাসিয়ে দেয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না

ছবিঃ ইন্টারনেট

করোনা সন্দেহে পোশাক কারখানার শ্রমিক মৌসুমী আক্তারের (২২) মরদেহ তিস্তা নদীতে ভাসিয়ে দেয়া হয়েছিল। তবে মৌসুমী আক্তার করোনায় আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন লালমনিরহাটের সিভিল সার্জন নির্মলেন্দু রায়।

বুধবার (২৭ মে) রাত সাড়ে ১১টায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তিনি। এর আগে মৌসুমী আক্তারের নমুনা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ আসে।

মৃত মৌসুমী আক্তার নামে ওই নারী পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সরকারের হাট এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

জানা গেছে, কয়েকদিন আগে করোনা সন্দেহে তিস্তা নদীতে মৌসুমী আক্তারের মরদেহ ভাসিয়ে দেয়া হয়। গত রোববার (২৪ মে) রাতে ওই নারীর মরদেহ তিস্তা নদী থেকে উদ্ধার করে পুলিশ। সোমবার (২৫ মে) বিকেলে জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত