সিলেটটুডে ডেস্ক

২১ অক্টোবর, ২০১৫ ২০:৪৮

বাংলাদেশে নিরাপত্তার হুমকি এখনো রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে বিদেশী নাগরিকদের জন্য এখনো নিরাপত্তা হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সজাগ ও সতর্ক বলে তিনি জানিয়েছেন। খবর বিবিসির।

বুধবার (২১ অক্টোবর) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক শেষে মিস বার্নিকাট সাংবাদিকদের এমন মন্তব্য করেন।

তিনি বলেন, “আমরা মনে করি এই হুমকি এখনো রয়েছে এবং এ ধরনের হুমকি এখনো বাস্তব। সুতরাং আমরা সজাগ থাকবো। কারণ আমাদের নাগরিকদের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের রয়েছে। আর এগুলো আমরা করি বিভিন্ন পরামর্শ প্রদানের মাধ্যমে”।

মর্কিন নাগরিকদের এ ধরনের হুমকির ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে এবং বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

তবে সম্প্রতি দুই বিদেশি নাগরিক খুনের পর, বিদেশিদের নিরাপত্তা দিতে বাংলাদেশ সরকারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

যুক্তরাষ্ট্র, বৃটেন, অস্ট্রেলিয়া এবং কানাডার রাষ্ট্রদূতরা আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন।

আপনার মন্তব্য

আলোচিত