সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০১৫ ২৩:০৭

অধ্যাপক আনিসুজ্জামানকে হত্যার হুমকি

শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে কে বা কারা হত্যার হুমকি দিয়েছে। হুমকির কথা জানিয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টা ৩৩ মিনিটে ০১৭৩৮-৭২৫৮১৫ নম্বর থেকে ইংরেজিতে লেখা বার্তাটি অধ্যাপক আনিসুজ্জামানের মোবাইলে আসে বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি জানান, হুমকি পেয়ে রাতেই আনিসুজ্জামান নিজেই গুলশান থানায় একটি একটি জিডি করেছেন।

সিরাজুল ইসলাম আরও বলেন, কে কারা হুমকি দিয়েছে তা তদন্ত করে দেখে তারপর বলা যাবে।

ওই বার্তায় বলা হয়েছে-

‘আপনি কেন রূঢ় ব্লগারদের সমর্থন করছেন, তাদের বক্তব্য কেন তুলে ধরছেন? আপনি কি চাপাতির আঘাতে মৃত্যুর সময় হাঁসফাঁস করতে চান?’

সম্প্রতি দেশের বেশ কজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এসব হত্যার হুমকির মধ্যে লেখক-প্রকাশের ওপর হামলা ও হত্যাকাণ্ড ঘটে। চাপাতির কোপে প্রকাশক ফয়সাল আরেফীন দীপনকে হত্যা করা হয় এবং এরপর দীপনের বাবাকেও হত্যার হুমকি দেওয়া হয়।

এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে লেখক, ব্লগার ড. অভিজিৎ রায়কে হত্যার পর ওয়াশিকুর বাবু, অনন্ত বিজয় দাশ, নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়কে হত্যা করা হয়।

উল্লেখ্য, লেখক-প্রকাশক হত্যা, হত্যা চেষ্টার প্রতিবাদে যে ৩৮ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে অধ্যাপক আনিসুজ্জামানের নামও ছিল। 

আপনার মন্তব্য

আলোচিত