সিলেটটুডে ডেস্ক

১১ নভেম্বর, ২০১৫ ১৩:৪২

অনুপ চেটিয়ার হস্তান্তর: ‘তথ্য নেই’ বক্তব্যের এক ঘণ্টা পর স্বরাষ্ট্রমন্ত্রীর স্বীকার

বাংলাদেশ সরকার ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বিষয়ে তার কাছে ‘কোনো তথ্য নেই’, “এ বিষয়ে আমি কিছু জানি না” বলার এক ঘন্টা পর অনুপ চেটিয়ার হস্তান্তরের কথা স্বীকার করলেন।

২০১২ সাল থেকে অনুপ চেটিয়া কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন। ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়।

বুধবার অনুপ চেটিয়ার হস্তান্তরের খবর গণমাধ্যমে আসার পর মিরপুরে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী।

উলফা নেতাকে কখন হস্তান্তর করা হয়েছে জানতে চাইলে কামাল বলেন, “আমার কাছে কোনো তথ্য নাই।”

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে আসা খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

পরে স্বীকার করে বলেন সাজার মেয়াদ শেষ হওয়ায় তাকে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বিচ্ছিন্ন করে একটি আলাদা রাষ্ট্র কায়েমের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে লড়াই করছিল সশস্ত্র সংগঠন উলফা। গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া এ সংগঠনের সাধারণ সম্পাদক। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ এবং অবৈধ মুদ্রা ও স্যাটেলাইট ফোন রাখার অভিযোগে 'ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট' আইনে তার বিরুদ্ধে মামলা হয়। ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। এছাড়া ১৯৯৮ সালের অক্টোবরে তত্কালীন ঢাকা মূখ্য মহানগর হাকিমের আদালত অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আরও চার বছরের সশ্রম কারাদণ্ড দেন।

২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি তার সাজার মেয়াদ শেষ হয়। এরপর তিনি জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে চিঠি দেন। এছাড়া ভারতে ফেরত দেওয়ার বিরুদ্ধে রিট করেন হাইকোর্টেও। ২০০৯ সালের ৪ ডিসেম্বর অনুপ চেটিয়াকে ময়মনসিংহ কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত