সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০২১ ১১:২৭

ঢাকায় রাসায়নিকের গুদামে আগুন, নিহত ৪

রাজধানীর পুরান ঢাকায় একটি রাসায়নিককের গুদামে লাগা আগুনে ৪ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলার এ অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টায় নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান দুই জনের মৃত্যুর খবর জানালেও পরে স্বজনরা খোঁজাখুঁজি করে চিলেকোঠা থেকে আরও দুই জনের মরহেদ উদ্ধার করে।

চিলেকোঠা থেকে উদ্ধার করা দুই মরদেহের মধ্যে একজন ভবনটির নিরাপত্তাকর্মী ওলিউল্লাহ ব্যাপারী। অপজনের পরিচয় এখনও জানা যায়নি।

এর আগে নিহত দুই জনের একজন ইডেন মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আক্তার সুমাইয়া আক্তার। পরিবারের সঙ্গে চারতলায় থাকতেন। অচেতন অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরজন ভবনের দারোয়ান রাসেল মিয়া, তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য

আলোচিত