সিলেটটুডে ডেস্ক:

১৩ জুন, ২০২১ ১৯:৪৩

‘গার্ড অব অনারে’ নারী ইউএনওর বিকল্প চায় সংসদীয় কমিটি

বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরে তাদের শেষ শ্রদ্ধা জানাতে দেওয়া ‘গার্ড অব অনারে’ নারী ইউএনও’র উপস্থিতি চায় না মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।

এক্ষেত্রে বিকল্প খোঁজার পরামর্শ দিয়েছেন তারা।

রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এই সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ, ওয়ারেসাত হোসেন বেলাল এবং মোছলেম উদ্দিন আহমদ অংশ নেন।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গার্ড অব অনার প্রদানের ক্ষেত্রে দিনের বেলায় আয়োজন করা এবং নারী ইউএনওর বিকল্প ব্যক্তি নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।’

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি শাজাহান খান বলেন, ‘নারী ইউএনও গার্ড অব অনার দিতে গেলে স্থানীয় পর্যায়ে অনেকে প্রশ্ন তোলেন। নারীরা তো জানাজায় থাকতে পারেন না। সেক্ষেত্রে নারী গার্ড অব অনার দেন এরকম একটি ব্যাপার; আর কি...। সেজন্য এ বিষয়ে বৈঠকে একটি প্রস্তাব এসেছে। নারীর বিকল্প একজন পুরুষকে দিয়ে গার্ড অব অনার দেওয়ার বিষয়টি এসেছে। আমরা মন্ত্রণালয়কে এটা পরীক্ষা করে দেখতে বলেছি।’

এ ছাড়াও বৈঠকে গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সর্বদা দিনের বেলায় আয়োজনের সুপারিশ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত