সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৫ ২১:৪১

বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, ওয়াশিংটনভিত্তিক জরিপের ফল

বাংলাদেশ বিশ্বের অন্যতম এক নিরাপদ দেশ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সম্পর্কিত সংস্থা গ্যালাপ-এর এক প্রতিবেদনে একথা বলা হয়।

এতে দেখা যায় যে, ৮৯ পয়েন্ট নিয়ে সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। এরপরই রয়েছে যথাক্রমে উজবেকিস্তান (৮৮ পয়েন্ট) ও হংকং (৮৭ পয়েন্ট)।

প্রতিবেদনে বাংলাদেশ বিশ্বের নিরাপদ দেশ হিসেবে ৭৮ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার উপরে অবস্থান করছে।

বাংলাদেশের পরের অবস্থানের এ দেশ দু’টির পয়েন্ট হচ্ছে ৭৭। এক্ষেত্রে ৭৫ পয়েন্ট নিয়ে ফ্রান্সের অবস্থানও বাংলাদেশের নিচে।

সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকির দেশ হচ্ছে লাইবেরিয়া ও ভেনিজুয়েলা। এ দু’টি দেশের পয়েন্ট হচ্ছে যথাক্রমে ৪০ ও ৪২।

আঞ্চলিক পর্যায়ে লাতিন আমেরিকার নিরাপত্তা ঝুঁকির ব্রাজিল ৫২ পয়েন্ট ও মেক্সিকো ৫৯ পয়েন্ট।

বাংলাদেশ ছাড়া দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পয়েন্ট হচ্ছে ৬৭, পাকিস্তান ৬০ এবং নেপাল ও ভুটান ৭৩ পয়েন্ট নিয়ে একই অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল শ্রীলংকা ৭৯ পয়েন্ট নিয়ে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের উপরে অবস্থান করছে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ৮৭ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া রয়েছে তালিকার শীর্ষে। এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ৬৪, থাইল্যান্ড ৭৪ এবং ভিয়েতনামের পয়েন্ট হচ্ছে ৭২।

২০১৪ সালে ১৪১ দেশের ১ লাখ ৪২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হয়।

এ জরিপে অংশগ্রহণকারীদের জন্য ৩টি প্রশ্ন ছিল- ১. পুলিশের উপর আস্থা, ২. রাতে চলাফেরা ও ৩. চুরি বা ডাকাতির ঘটনা। এই ৩ প্রশ্নের জবাবের ভিত্তিতে গ্যালাপের আইন-শৃঙ্খলা প্রতিবেদন-২০১৫ প্রণীত হয়। - বাসস।

আপনার মন্তব্য

আলোচিত