সিলেটটুডে ডেস্ক

০৪ জুলাই, ২০২১ ১৫:১৭

অন্যের হয়ে জেল খাটা সেই মিনু আক্তার ট্রাকচাপায় নিহত

হত্যা মামলার আসামি না হয়েও জেল খাটা মিনু কারাগার থেকে মুক্তির পর ১৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনার নিহত হয়েছেন।   

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, ২৮ জুন দিনগত রাতে বায়েজিদ লিংক রোডে গাড়ির ধাক্কায় এক নারী মারা যান। তার পরিচয় পাওয়া যাচ্ছিল না। ফলে ২৯ জুন আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন করা হয়। ওই নারীর পরিচয় বের করতে আমরা কাজ করছিলাম।

শনিবার বিকেলের দিকে পুলিশের একটি টিম সীতাকুণ্ড এলাকায় কয়েকজনকে ওই নারীর ছবি দেখালে তারা মিনুর ভাইয়ের কথা বলেন। পরে মিনুর ভাই ছবিটি দেখে এটি তার বোন বলে সনাক্ত করেন।

কামরুজ্জামান আরও বলেন, মিনু ওই দিন রাস্তায় দৌড়াদৌড়ি করার সময় তাকে কয়েকবার সড়ক থেকে সরিয়ে দিয়েছিল পুলিশের মোবাইল টিম। এছাড়া মিনুকে যে সময় গাড়ি ধাক্কা দেয় তখন কয়েকজন ঘটনাটি দেখেছে। এ রকম দুজনের সাথে আমরা কথা বলেছি। তারাই বলছে ঘটনাটি সড়ক দুর্ঘটনা। ময়নাতদন্ত করা হয়েছে। সেই রিপোর্ট এখনও হাতে পায়নি।

তবে মিনুর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, মিনুর মৃত্যুর বিষয়টি তদন্ত করা উচিৎ। তার লাশটি আবার ময়নাতদন্ত করার জন্য আবেদন করছি। এছাড়া মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য আদালতে আবেদন করার চিন্তা করছি।

প্রসঙ্গত, আসামি না হয়েও তিন বছর সাজা খেটে ১৬ জুন বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পান নিরপরাধ মিনু।

আপনার মন্তব্য

আলোচিত