সিলেটটুডে ডেস্ক

১৬ জুলাই, ২০২১ ০১:২২

ইসকনকে ‘জঙ্গি সংগঠন’ বলায় মামলা

অপপ্রচার, মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আবাসিক সেবাদাস জুয়েল শীল।

ইসকনকে জঙ্গি সংগঠন বলায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে একটি সংগঠনের দুই নেতাসহ অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিরুদ্ধে।

অপপ্রচার, মানহানি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আবাসিক সেবাদাস জুয়েল শীল।

অভিযোগ উঠা ওই সংগঠনের নাম প্রবর্তক সংঘ। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ও সহসভাপতি রনজিত কুমার দে।

বিষয়টি বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির।

জুয়েল শীলের আইনজীবী শুভাশিষ শর্মা বলেন, ‘মামলার আসামিরা গত ২৬ জুন সকাল ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করে। এতে আসামিরা ‘ইসকন একটি জঙ্গি সংগঠন এবং তারা সাধুবেশে জঙ্গি তৎপরতা চালায়’ বলে মন্তব্য করেন।

শুভাশিষ শর্মা জানান, এমন মন্তব্যে ইসকনের মানহানি হয়েছে। ধর্ম প্রচারের পাশাপাশি ইসকন সুবিধাবঞ্চিতদের খাদ্য সরবরাহ, অনাথ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার ব্যবস্থা করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত।’

তিনি আরও বলেন, ‘বাদী পক্ষ আসামিদের কাছে এত দিন বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার অনুরোধ করে আসছিলেন। এতে তারা সাড়া না দেয়ায় বাধ্য হয়ে মামলা করা হয়েছে।’

আপনার মন্তব্য

আলোচিত