সিলেটটুডে ডেস্ক

১৮ জুলাই, ২০২১ ২০:২৬

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন শামসুল আলম

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক সদস্য ড. শামসুল আলম। তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়ার কথা রয়েছে।

বঙ্গভবনে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন শামসুল আলমকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

করোনা সংক্রমণের কারণে এই শপথ অনুষ্ঠান হয় সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী দীপু মনি, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, আইনমন্ত্রী আনিসুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ মন্ত্রী সভার আরও অনেকে উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় শামসুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন তা সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করব। আগামীর সুখী দেশ বিনির্মাণে সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করব।’

শামসুল আলম পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে একজন সহযোদ্ধা পাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

২০২০ সালে অর্থনীতিতে একুশে পদক পাওয়া এ অর্থনীতিবিদ টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রী হলেন।

সদ্য সাবেক এ সিনিয়র সচিব দীর্ঘ ১২ বছর চুক্তিভিত্তিক জিইডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়।

শামসুল আলম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনা শেষে প্রেষণে ছুটিতে যান। ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন তিনি।

শামসুল ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়নে সরাসরি ভূমিকা রাখেন।

আপনার মন্তব্য

আলোচিত