সিলেটটুডে ডেস্ক

৩০ জুলাই, ২০২১ ১৭:৫৮

ডেঙ্গু আক্রান্ত আরও ১৭০ জন হাসপাতালে ভর্তি

বৃহস্পতিবার সকাল ৮টা পরবর্তী সময় হতে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত অন্তত ১৭০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬৪ জন ঢাকায় এবং ছয় জন ঢাকার বাইরে।

শুক্রবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে বলেছে যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ।

এর আগে গতকাল এ বছরের একদিনে সর্বোচ্চ ১৯৪ জন, আর গত পরশু ১৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এ পর্যন্ত মোট দুই হাজার ৪৬২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৬৭ জন ঢাকার বাইরের বাসিন্দা।

আজ পর্যন্ত চলতি মাসেই এক হাজার ৮৯৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭০৯ জন এবং ঢাকার বাইরে ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

আপনার মন্তব্য

আলোচিত