সিলেটটুডে ডেস্ক

০৮ ডিসেম্বর, ২০২১ ১৯:২৪

আলালের ‘আপত্তিকর’ বক্তব্যকে ‘ন্যায়সঙ্গত’ বলছেন ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে সম্পর্ক নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন, তাকে ‘ন্যায়সঙ্গত সমালোচনা’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলালের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার সমালোচনা করে বিএনপি নেতা বলেন, ‘তাকে হয়রানি করা হচ্ছে।’

বুধবার এক বিবৃতিতে এ কথা বলেন ফখরুল। আলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে উল্লেখ করে এই বিবৃতি দেন তিনি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার নাতনি জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করায় পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের পদত্যাগ ও শাস্তির দাবিতে বিএনপির নানা বক্তব্যের মধ্যে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের একটি ‘কুরুচিপূর্ণ’ বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

বিএনপি ঘরনার একটি আলোচনায় দলটির যুগ্ম মহাসচিব আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জড়িয়ে এমন একটি মন্তব্য করেন, যেটি জাইমাকে নিয়ে মুরাদ হাসানের করা মন্তব্যের প্রায় কাছাকাছি।

ব্যক্তিগত সম্পর্ক বিষয়ে অশালীন বক্তব্য ছাড়াও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও উসকানিমূলক বক্তব্য রাখেন আলাল।

এই ভিডিও পোস্ট করে বিএনপি নেতার শাস্তির দাবি জানাচ্ছেন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আলালের বিরুদ্ধে বিএনপি কী ব্যবস্থা নেবে-সেই প্রশ্ন রেখেছেন ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারাও।

আলালের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে মঙ্গলবার রাজধানীর শাহবাগ থানায় দুটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তবে আলালের বক্তব্যের পক্ষেই বলছেন মির্জা ফখরুল। বলেন, ‘যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার থাকেন। সে জন্যই সরকার তাকে টার্গেট করে ছাত্রলীগ নেতাকে দিয়ে শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে। অথচ বর্তমানে বিদেশে একটি হাসপাতালে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।’

আলাল কী বলেছিলেন, সেটি উল্লেখ না করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের বিরুদ্ধে তীব্র ন্যায়সঙ্গত সমালোচনা করার জন্যই তাকে হয়রানি করতে এই মামলা দায়ের করা হয়েছে।’

সরকার ‘কর্তৃত্ববাদী শাসন’ চিরস্থায়ী করার জন্যই বিভিন্ন কালাকানুন করেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘ডিজিটাল নিরাপত্তা আইন তার মধ্যে অন্যতম। এখন এই কালাকানুনে বিএনপি নেতাদেরকে জড়িয়ে দেশে একটি নির্বাক পরিস্থিতি সৃষ্টির আয়োজন চলছে।’

আলালের বিরুদ্ধে মামলা করা হয়েছে দাবি সেটিরই বহিপ্রকাশ উল্লেখ করেন ফখরুল। বলেন, ‘আমি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি করছি।’

আপনার মন্তব্য

আলোচিত