নিজস্ব প্রতিবেদক

২৫ জুন, ২০২২ ০০:৩১

বন্যাকবলিত ৪ জেলায় ২৮ জুন পর্যন্ত জনশুমারি

দেশে বন্যাকবলিত ৪ জেলায় জনশুমারির সময় ৭ দিন বাড়িয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এ ৪ জেলা হলো- সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সিলেট বিভাগীয় অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত ২১ জুন সারাদেশের জনশুমারির তথ্য সংগ্রহ শেষ হলেও, এ ৪ জেলায় আগামী ২৮ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ চলবে। ২৩ জুন বৃহস্পতিবার জনশুমারির প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ২১ জুনের মধ্যে সারাদেশে জনশুমারির তথ্য সংগ্রহ শেষ করেছি। তবে চরম বন্যাকবলিত এলাকার তথ্য সংগ্রহে ৪ জেলার জন্য ২৮ জুন পর্যন্ত সময় বাড়িয়েছি।

জনশুমারি থেকে বাদ পড়াদের বিষয়ে তিনি বলেন, বাদ পড়াদের তালিকাভুক্ত করতে তারা বেশ কয়েকটি অনলাইন জরুরি যোগাযোগ নম্বর ইস্যু করেছেন।

সারাদেশে গত ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা পরিচালনা করে পরিসংখ্যান ব্যুরো।

আপনার মন্তব্য

আলোচিত