সিলেটটুডে ডেস্ক

২৬ জুলাই, ২০২৩ ১৩:৩৭

ঝালকাঠিতে দুর্ঘটনা: সেই বাসচালক আশুলিয়া থেকে গ্রেপ্তার

বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির ছত্রকান্দা এলাকায় পুকুরে বাস পড়ে ১৭ জনের মৃত্যুর ঘটনায় ঘাতক বাসটির চালক মোহন খানকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) ভোরে ঢাকার আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

এ দিন সকালে বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানিয়েছে, ঝালকাঠির ছত্রকান্দায় সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যুর ঘটনায় বাস চালক মোহন খানকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ ব্যাপারে দুপুরে কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

এর আগে সোমবার বাসটির সুপারভাইজার মিজান ওরফে ফয়সালকে গ্রেপ্তার করে র‍্যাব।

গত ২২ জুলাই সকাল ১০টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে বরিশালগামী যাত্রীবাহী বাস বাশার স্মৃতি পরিবহন অতিরিক্ত যাত্রী নিয়ে বেপরোয়া গতিতে যাচ্ছিল। পথে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি পুকুরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে ১৭ যাত্রী নিহত ও ৩৫ জন আহত হন। দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আহত অবস্থায় ২৩ জনকে ভর্তি করা হয়েছিল স্থানীয় হাসপাতালে। দুজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনার পর সদর থানা-পুলিশের এসআই সুশংকর মল্লিক বাদী হয়ে একটি মামলা করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত