সিলেটটুডে ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৬ ১৩:১০

ইজতেমাস্থলের অদূরে দূর নিয়ন্ত্রিত বোমা উদ্ধার

টঙ্গীর ইজতেমা স্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে গাজীপুর শহরের তারগাছ এলাকার বালুরমাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি বোমা ও একটি রিমোট কন্ট্রোল পাওয়া গেছে, যেগুলো সময় বা দূর নিয়ন্ত্রিত।


ইজতেমায় নাশকতার জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিলেন বলে পুলিশের ধারণা।

রবিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টা ৪০ মিনিটে ইজতেমার পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশিদ এসব কথা জানান।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে জয়দেবপুর থানা-পুলিশ কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়। ওই এলাকার একটি বালুরমাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইম বোমা উদ্ধার করে। পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিল। পুলিশের তৎপরতার কারণে দুর্বৃত্তরা সেগুলো ফেলে রেখে পালিয়ে যায়। তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের চিহ্নিত করতে পুলিশের তৎপরতা চলছে। এ ব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, রবিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ২য় পর্ব সমাপ্ত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত