সিলেটটুডে ডেস্ক

২১ মার্চ, ২০২৪ ১৩:২২

এবার সর্বনিম্ন ফিতরা ১১৫ টাকা, সর্বোচ্চ ২ হাজার ৯৭০

প্রতীকী ছবি

এ বছর ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৯৭০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর (২০২৩) সর্বোচ্চ ফিতরা ছিল দুই হাজার ৬৪০ টাকা এবং সর্বনিম্ন ১১৫ টাকা।

বৃহস্পতিবার (২১ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

সভায় সিদ্ধান্ত হয় যে ইসলামী শরিয়াহ্‌ মতে, আটা, যব, খেজুর, কিশমিশ এবং পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়।

আপনার মন্তব্য

আলোচিত