স্পোর্টস ডেস্ক

০৪ মে, ২০২৪ ১১:১১

আজই চ্যাম্পিয়ন হতে পারে রিয়াল মাদ্রিদ

স্প্যানিশ লা লিগার ৩৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এবার ফের শিরোপা জিততে যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। নিকটতম প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চাইতে ১১ পয়েন্ট এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদের দরকার এখন পাঁচ ম্যাচ থেকে চার পয়েন্ট। তবে চার পয়েন্ট না হলেও হয় তাদের, যদি নিকটতম প্রতিদ্বন্দ্বী কোন ম্যাচে পয়েন্ট হারায়।

আজ রাতে পৃথক ম্যাচে লড়বে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আজই আবার হয়ে যেতে পারে শিরোপার নিষ্পত্তি!

কাদিজের বিপক্ষে রিয়ালের ম্যাচ জয়, আর জিরোনার বিপক্ষে বার্সেলোনার পয়েন্ট হারানো হলে আজই ৩৬ শিরোপার উদযাপন করতে পারবে মাদ্রিদের দলটি।

লা লিগায় ২০ দল ৩৮টি করে ম্যাচ খেলে। এবারের মৌসুমে সব দল ৩৩টি করে ম্যাচ খেলে ফেলেছে। ৩৩ রাউন্ড শেষে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৩। জিরোনা ৭১ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।

আজ রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কাদিজের বিপক্ষে খেলবে রিয়াল। দারুণ ছন্দে থাকা রিয়াল অবনমন অঞ্চলে থাকা কাদিজের বিপক্ষে জিতবে—সে আশা করাই যায়। ম্যাচটি জিতলে রিয়ালের পয়েন্ট হবে ৮৭। অর্থাৎ বার্সার চেয়ে ১৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে।

রিয়াল-কাদিজ ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট পরই কাতালান ডার্বিতে জিরোনার মুখোমুখি হবে বার্সা। ম্যাচটি জিরোনার মাঠে হওয়ায় বার্সাকে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। তা ছাড়া এবারের লিগে প্রথম দেখায় বার্সাকে ৪-২ গোলে হারিয়ে দেওয়ায় জিরোনা বেশ আত্মবিশ্বাসী থাকবে।

আজকের ম্যাচে জাভি হার্নান্দেজের দল পয়েন্ট হারালেই ৩৬তম বারের মতো শিরোপা-উৎসব করতে পারবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। কারণ, বার্সা হারলে তাদের পয়েন্ট ৭৩-ই থেকে যাবে। বাকি থাকবে ৪ ম্যাচ। শেষ ৪ ম্যাচে রিয়াল সব কটি হারলে আর বার্সা সব কটি জিতলেও ১৪ পয়েন্ট ব্যবধান ঘোচানো সম্ভব নয়।

এদিকে আজ প্রতিবেশী বার্সাকে হারাতে পারলে লা লিগায় শীর্ষ চারে থাকা নিশ্চিত হবে জিরোনার। সেটা হলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে জায়গা করে নেবে, যা ক্লাবটির ইতিহাসে প্রথম।

বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ থাকায় গত সপ্তাহে লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

কাদিজের বিপক্ষে আজকের ম্যাচেও আনচেলত্তি বেশ কয়েকজন তারকা খেলোয়াড়কে বিশ্রামে রাখতে পারেন। অনুশীলন করতে গিয়ে চোটে পড়া অরেলিয়েঁ চুয়ামেনি আজ খেলবেন না বলে জানিয়েছে স্পেনের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

তবে আজকের ম্যাচ দিয়েই মৌসুমে প্রথমবারের মতো খেলতে দেখা যেতে পারে থিবো কোর্তায়াকে। রিয়ালের প্রধান গোলকিপার কোর্তোয়ার গত বছরের আগস্টে অনুশীলনের সময় বাঁ পায়ের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। সফল অস্ত্রোপচারের পর দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে তিনি এখন পুরোপুরি সুস্থ।

লা লিগা থেকে আগামী মৌসুমে ছয়টি দল ইউরোপীয় ক্লাব প্রতিযোগিতায় অংশ নেবে। শীর্ষ চার দল চ্যাম্পিয়নস লিগ, পাঁচে থাকা দল ইউরোপা লিগ ও ছয়ে থাকা দল কনফারেন্স লিগে খেলবে। অবনমিত হবে পয়েন্ট তালিকার ১৮, ১৯ ও ২০ নম্বরে থাকা দল। তলানিতে থাকা আলমেরিয়ার এরই মধ্যে অবনমন নিশ্চিত হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত