সিলেটটুডে ডেস্ক

১৪ এপ্রিল, ২০২৪ ০৯:১৯

রমনার বটমূলে সুরের মূর্ছনায় ছায়ানটের বর্ষবরণ

ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। বাংলা বর্ষপঞ্জিতে শুরু হলো নতুন বছরে দিন গণনা। প্রতিবছরের মতো এবারও নতুন বছরের নতুন দিনটি উদযাপন করতে রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে বর্ষবরণ উৎসব।

রোববার (১৪ এপ্রিল) ভোরের আলো ফোটার আগে থেকে রমনার বটমূলে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের আসা শুরু করে ধর্ম, বর্ণ, গোত্র, ধনী, নির্ধন নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ। সকাল সোয়া ছয়টায় আহির ভৈরব রাগে বাঁশির সুরে শুরু হয় বর্ষবরণের এবারের অনুষ্ঠান।

সেখানে জীর্ণতা ঘুচিয়ে নতুনের আহ্বানে নববর্ষকে স্বাগত জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। ফলে পয়লা বৈশাখের এই বিশাল আয়োজন রূপ নিয়েছে মহোৎসবে। তারা রমনা বটমূল ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের গান, কবিতা আসরে যোগ দিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, রমনার বটমূলে আহির ভৈরব রাগে বাঁশির সুরে এবার ছায়ানটের নতুন বছর আবাহন শুরু হয়। এবারের অনুষ্ঠানের মূলভাব মানুষ ও মানবতার জয়গান।

ছায়ানটের পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে। এবারের আয়োজনে ১১টি সম্মেলক গান, ১৫টি একক গান, পাশাপাশি পাঠ ও আবৃত্তি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত