সিলেটটুডে ডেস্ক

৩১ অক্টোবর, ২০২৪ ১৯:৫৪

রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদ: শুক্রবার ৬৪ জেলায় সমাবেশ সনাতন জাগরণ মঞ্চের

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে শুক্রবার বিকেলে ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে সনাতন জাগরণ মঞ্চ এই কর্মসূচি ঘোষণা করে।

বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় সনাতন জাগরণ মঞ্চের ২৫ অক্টোবর লালদীঘি মাঠে অনুষ্ঠিত সমাবেশ থেকে নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতাস্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করা হয়। মোহরা এলাকার বাসিন্দা ফিরোজ খান নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন। আট দফা দাবিতে সনাতন জাগরণ মঞ্চ দুই মাস ধরে আন্দোলন চালিয়ে আসছে।

এই মামলার প্রতিবাদে বিকেলে চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশের আহ্বান করা হয়। এই সমাবেশে সহস্রাধিক নারী-পুরুষ মিছিলসহকারে যোগ দেন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের পাহারায় বেলা তিনটা থেকে দুই ঘণ্টা সমাবেশটি চলে। এ সময় বক্তারা রাষ্ট্রদ্রোহ মামলাটি প্রত্যাহারের দাবি জানান। সমাবেশে অজপানন্দ মহারাজ, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ, দারু ব্রহ্মচারী, সুচারু ব্রহ্মচারী, জুয়েল আইচ প্রমুখ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, লালদীঘি মাঠে দুই লাখ লোকের জনসমুদ্র দেখে ভীত হয়ে সনাতনীদের দাবিয়ে রাখতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আট দফা দাবিতে সনাতন জাগরণ মঞ্চ বিভাগীয় সমাবেশ অব্যাহত রাখবে।

বক্তব্যে স্বতন্ত্র গৌরাঙ্গ দাস মহারাজ বলেন, ‘আমরা সোমবার পর্যন্ত সময় বেঁধে দিচ্ছি মামলা প্রত্যাহারের। এই মিথ্যা মামলার প্রতিবাদে আগামীকাল (শুক্রবার) বিকেলে ৬৪ জেলায় সমাবেশ হবে। চট্টগ্রামের লালদীঘি মাঠে সমাবেশ করব। রোববার জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হবে। সোমবারের মধ্যে মামলা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

আপনার মন্তব্য

আলোচিত