সিলেটটুডে ডেস্ক

২৫ মার্চ, ২০১৬ ১১:৫১

সুপ্রিম কোর্ট বারে আওয়ামীপন্থিদের সংখ্যাগরিষ্ঠতা

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামীপন্থি সাদা প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এতে সভাপতিসহ আটটি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) প্রার্থীরা।

বুধ ও বৃহস্পতিবার ভোটগ্রহণ ও গণনা শেষে শুক্রবার সকাল পৌনে ৭টায় নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. হারুনর রশিদ এ ফল ঘোষণা করেন।

সাদা প্যানেল থেকে ২ হাজার ৪৭ ভোট পেয়ে সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন।

তার প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ১ হাজার ৭৭৯ ভোট। জয়নুল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা।

এবারের নির্বাচনে ১৪টি পদের সম্পাদকসহ ছয়টি পদ ধরে রাখতে পেরেছে বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।

সম্পাদক পদে এবারও বিজয়ী হয়েছেন নীল প্যানেলের প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি  পেয়েছেন ২ হাজার ৫৭ ভোট।

তার প্রতিদ্বন্দ্বী  সাদা প্যানেলের মো. আজাহার উল্লাহ ভুঁইয়া পেয়েছেন ১ হাজার ৭৪৯ ভোট।

ইউসুফ হোসেন হুমায়ুন ও মাহবুব উদ্দিন খোকনই ২০১৬-২০১৭ মেয়াদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব দেবেন।

নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক মো. হারুনর রশিদ জানান, সমিতির পাঁচ হাজার ২৩ জন ভোটারের মধ্যে তিন হাজার ৯২১ জন এবার ভোট দিয়েছেন। অর্থাৎ, ৭৮ শতাংশ ভোট বাক্সে পড়েছে।

সভাপতি ছাড়াও একটি সহ সভাপতি, কোষাধ্যক্ষ, দুটি সহ-সম্পাদক এবং তিনটি সদস্য পদে সাদা প্যানেলের প্রার্থীর জয়ী হয়েছেন।

অন্যদিকে একটি সহ সভাপতি, সম্পাদক ও চারটি সদস্য পদ পেয়েছেন নীল প্যানেলের প্রার্থীরা।

সাদা প্যানেলের বিজয়ীরা: সভাপতি: ইউসুফ হোসেন হুমায়ুন, সহ-সভাপতি: মো. তাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ: রমজান আলী শিকদার, সহ-সম্পাদক: এ কে এম রবিউল হাসান সুমন ও শেখ সিরাজুল ইসলাম সেরাজ, সদস্য: খান মোহাম্মদ শামীম আজিজ, মো. আব্দুল আজিজ মিয়া মিন্টু, নাসরীন সিদ্দিকা লিনা।

নীল প্যানেলের বিজয়ীরা: সম্পাদক: এ এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি: ফাহিমা নাসরীন মুন্নী, সদস্য: নাসির উদ্দিন আহমেদ অসীম, মো. নাসির উদ্দিন খান সম্রাট, রেজাউল করিম রেজা ও মো. কামাল হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত