সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৬ ১৮:৩৪

সুন্দরবনে আবার আগুন

সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এনিয়ে এক মাসে ধানসাগর স্টেশন এলাকায় চারবার আগুন লাগার ঘটনা ঘটল।

বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বনের নাংলী এলাকায় ধোঁয়া উড়তে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে বিকেলেই ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েল হোসেন জানান, আজ বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পসংলগ্ন নলবনে আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে নলবাগান ও আশপাশের গুল্মজাতীয় লতাপাতা পুড়ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি বন বিভাগ। আর ফায়ার সার্ভিসের সদস্যদের ঘটনাস্থলে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। এতে আগুন নেভাতে বেগ পেতে হবে।

এর আগে গত ২৭ মার্চ, ১৩ এপ্রির ও ১৮ এপ্রিল ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্প এলাকায় আগুন ধরে। আগুন লাগার জন্য বনবিভাগ স্থানীয় কয়েক দুর্বৃত্তকে দায়ী করে।

এ ঘটনায় দুটি মামলাও করে বনবিভাগ। তবে এখনও আসামিদের কাউকে ধরা যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত