সিলেটটুডে ডেস্ক

৩০ আগস্ট, ২০১৬ ১৮:৫০

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে দুই বাংলাদেশীর কারাদণ্ড

সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বাংলাদেশী শ্রমিকের কারাদণ্ড দিয়েছেন সিঙ্গাপুরের আদালত। দণ্ডিতদের মধ্যে লিয়াকত আলি মামুনের (৩০) কারাদণ্ড হয়েছে আড়াই বছরের। এছাড়া দৌলত জামান (৩৪) নামে আরেকজনের দুই বছরের কারাদণ্ড হয়েছে। খবর স্ট্রেইট টাইমস।

সিঙ্গাপুর পুলিশ এপ্রিলে দেশটির ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ) আইনের ধারা অনুযায়ী এদের গ্রেফতার করেছিল। ওই সময়ে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় মামুন ও জামানসহ আরো চার জনকে এক সঙ্গে গ্রেফতার করা হয়। মে মাসে সিঙ্গাপুর পুলিশ তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে। প্রাথমিকভাবে মামুন ও জামান বিষয়টি আদালতে প্রমাণের জন্য বিচারের দাবি জানানোয় এ নিয়ে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়। অন্য চারজন নিজেদের দোষী স্বীকার করে নিলে প্রত্যেককে আড়াই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

আদালতে নুর ম্যারিকান ও রমেশ তিওয়ারি এদের দুজনের হয়ে আইনি লড়াই লড়েন। আদালতে দুই অভিযুক্তের পক্ষ নিয়ে ম্যারিকান বলেন, সিঙ্গাপুরের জনগণের ভীতি ও ক্ষতির কারণ হওয়ার মতো কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার জন্য দুজনেই ক্ষমাপ্রার্থী।

আপনার মন্তব্য

আলোচিত