সিলেটটুডে ডেস্ক

০৮ সেপ্টেম্বর, ২০১৬ ২০:০৮

জেএসসি পরীক্ষা কেন বেআইনি নয় : হাইকোর্ট

পাবলিক পরীক্ষা হিসাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পদ্ধতি চালুর সিদ্ধান্ত কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

শিক্ষা সচিব, ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ নিজেই। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

সরকার ২০১০ সালের ১৪ মার্চ জেএসসি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়। এরপর ওই বছরের ১৫ জুন একটি পরিপত্র জারি করা হয়। সরকারের ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ভিকারুননিসা নূন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ গত ৩১ আগস্ট হাইকোর্টে একটি রিট করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার রুল জারি করলেন হাইকোর্ট।

আপনার মন্তব্য

আলোচিত